

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোলে ২০ গ্রাম গাঁজা ও ৫টি গাঁজার গাছসহ আনারুল ইসলাম আনু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওয়াপাড়ায় র্যাব-৫ সিপিসি-১ এর অভিযানে তাকে আটক করা হয় । আনারুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৫ সিপিসি-১ এর একটি দল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আনারুল হক আনুর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে বিভিন্ন আকারের পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে র্যাব সদস্যরা। একই সময় বিক্রির জন্য প্রস্তুতকৃত আরো ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, আনারুল দীর্ঘদিন ধরেই বাড়ির আঙিনা বা আশেপাশে গাঁজার চাষ করে আসছিলেন। তিনি নিজেই ওইসব গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করতেন। জব্দ করা গাঁজা ও গাঁজার গাছের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।