নাচোলে ছাত্রলীগের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল ১নং কসবা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ জানুয়ারি বিকেল ৩ টায় নাচোল সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় সভাপতিত্ব করেন, ১নং কসবা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি সুজন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র বর্মণ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার।

সভায় প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ১নং কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

সভার উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগ, নাচোল উপজেলা শাখার সভাপতি সত্যজিত চন্দ্র বর্মণ এবং বিশেষ বক্তব্য দেন, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জ্যোতি।

বিশাল কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল, জাহিদ হাসান পরশ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম আতিকসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন