নাচোলে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে নাচোল উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগ।

সোমবার সকাল ১১ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে নাচোল সরকারি কলেজে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজে এসে শেষ হয়।
শেষে শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আবুল হোসেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের,পৌর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা,সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবির ইসলাম,সাবেক সভাপতি শোভন মাহমুদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত চন্দ্র বর্মন ,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জ্যোতি,সহ-সভাপতি মনোয়ার হোসেন মাসুদ,পৌর ছাত্রলীগের সভাপতি তুষার ইমরান,সাধারণ সম্পাদক সজীব,নাচোল সরকারি কলেজ ছাত্রলীগ এর সেক্রেটারী সাধারন সম্পদক আরিফ সহ উপজেলা,পৌর ও সরকারি কলেজ শাখার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন