নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে হুসেন আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হুসেন আলী হচ্ছেন জেলার নাচোল পৌর এলাকার গুঠইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
রবিবার বেলা ১১টার দিকে নাচোল রেল ষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হুসেন আলী প্রতিদিনের মত আজ রবিবার বেলা ১১টার দিকে নাচোল রেলস্টেশনে চা পান করতে আসার পথে স্টেশনের পশ্চিম দিকে দাঁড়িয়ে একজনের সাথে গল্প করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি নাচোল স্টেশনে পৌঁছানোর মুহুর্তে হুসেন আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।