

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অল্পের জন্যে দূর্ঘটনার হতে রক্ষা পেয়েছে একটি কমিউটার ট্রেনের শত শত যাত্রী। দূর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের বেশ ক্ষয়ক্ষতি হয়।
বুধবার বিকেলে রহনপুর-রাজশাহী রেলপথের নাচোল উপজেলার কসবা এলাকার এ ঘটনা ঘটে। পরে রাজশাহী থেকে লাইট ইঞ্জিন এসে রাত ৮.২০ মিনিটে রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেন যাত্রীরা জানায়, রাজশাহী থেকে বিকেল ৩টায় ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি স্টেশন পার হওয়ার পর কসবা নামক স্হানে প্রায় লাইনের উপর রাখা ইট বোঝায় ট্রলিতে সরাসরি আঘাত করে। এতে ইঞ্জিনের বেশ ক্ষতিগ্রস্থ হয়। ইঞ্জিনের হুস পাইপ ফেটে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়।
এ বিষয়ে রহনপুর স্টেশন মাষ্টার-২ মামুনুর রশীদ জানান, রাজশাহী থেকে একটি লাইট ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ট্রেনটিকে রহনপুর স্টেশনে নিয়ে আসার পর রাত ৮-২০মিনিটে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ত্যাগ করে। ফলে রহনপুর – নাচোল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।