নাচোলে পুলিশের উপর ছাত্রদলের ককটেল হামলা; আহত পুলিশের দুই সদস্য

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের কর্মীসভা থেকে পুলিশের উপর ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। সভাস্থল থেকে আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।

রবিবার (২০ নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।

বিএনপি ও ছাত্রদলের দাবি, পুলিশ জোরপূর্বক সভা করতে বাধা দেয় তাদেরকে। অন্যদিকে, পুলিশের পাল্টা দাবি, অনুমতি ছাড়াই সভার আয়োজন করায় বাধা দেয়া হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, নাচোল থানার কনস্টেবল আলমগীর হোসেন ও মো. পলাশ।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে বলেন, রবিবার বিকেলে পুলিশের কোন অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা শ্রীরামপুর এলাকার একটি মাঠে সভার আয়োজন করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এতে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ মুঠোফোনে জানান, আগামী ০৩ নভেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার বিকেলে ছাত্রদলের কর্মীরা প্রস্ততি সভার আয়োজন করে। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশের বাধায় সভা পন্ড হয়। পরে ছাত্রদল কর্মীরা ঘটনাস্থল হতে চলে যায়। তবে বিএনপির অপর পক্ষের লোকজন আমাদের ফাঁসানোর জন্য হয়তো ককটলে বিস্ফোরণ ঘটাতে পারে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা বলেন, আমরা নাচোল থানার নিকট হতে সকালেই মৌখিকভাবে সভা করার অনুমতি নিয়েছিলাম। তবে এ ঘটনা কিভাবে ঘটলো তা আমার জানা নেই। তবে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আমি শুনেছি।

নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ বিনা উষ্কানিতেতে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হবার আগেই ধাওয়া করে সভা পন্ড করে দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন