নাচোলে মিনা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ “বিদ্যালয়ে আনন্দদায়ক পরিবেশ, মানসম্মত শিক্ষা পাবে ছাত্র-ছাত্রী নির্বিশেষ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিনা দিবস পালিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়। র‍্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন