

নাচোল প্রতিনিধিঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন রোপণ করেছে নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ বর্মন।
আজ বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ বর্মনের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ১ নং কসবা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি সুজন আহম্মেদ,নাচোল পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সৈকতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচী বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ও বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হয়।’
এছাড়া তিনি ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অন্তত তিনটি গাছ লাগানোর আহবান জানান।
পোস্টটি শেয়ার করুন