
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ১৫০ বোতল ফেন্সিডিল ও ০১ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮.৩০টায় নাচোল উপজেলার ইসলামপুর মোড় থেকে মোহাম্মদ হামিদ(২৫) ও নুরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে নাচোল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেলও আটক করা হয়।
উভয়ের বাড়ী শিবগঞ্জ উপজেলায়।
অপর এক অভিযানে নাচোল উপজেলার সূর্যপুর থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হারুন(২৭) কে ১০০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে নাচোল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হারুনও শিবগঞ্জ উপজেলার তারাপুর সোনাপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রতিনিয়ত মাদক কারবারিতে জড়িত।