

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪র্থ বারের মতো শেখ রাসেল স্মৃতি সংঘ আয়োজিত নাচোল রেলস্টেশন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৪ অক্টোবর নাচোল রেলস্টেশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মহিলা ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ, অফিসার্স ইনচার্জ মিন্টু রহমান, সাবেক অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নাচোল সরকারি কলেজ এর প্রভাষক শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক ইসাহাক আলী, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ৮নং ওয়ার্ড নাচোল পৌরসভার কাউন্সিলর মুনিরুল ইসলাম, শফিকুল ইসলাম ও মতিউর রহমান, টুর্নামেন্টের আহবায়ক ও শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি শহিদুল ইসলাম সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন জুয়েল, বিশিষ্ট ব্যবসাশী মিরাজ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন- বকুল ইসলাম ও আব্দুল আলিম।
উদ্বোধনী অনষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল রেজা ও এশিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল আলিম।
খেলায় তৌহিদ জালাল ফুটবল একাদশ, চাঁপাইনবাবগঞ্জ টাইবেকারে ১ গোলে মাক্তাপুর ফুটবল একাদশকে পরাজিত করে।