

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ নাচোল থানা পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে,৩ আগষ্ট বুধবার রাত ১০ টার সময় নাচোল উপজেলার আলিশাপুর গ্রাম থেকে নাঈমুল ইসলাম ও শাহজাহান আলীকে ৭৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে নাচোল থানা পুলিশ।
আসামী মোহাম্মদ নাঈমুল ইসলাম নাচোল উপজেলার উত্তর চরি মির্জাপুর গ্রামের মৃত দোস মোহম্মদের ছেলে ও অপর আসামী শাহাজাহান আলী একই উপজেলার টাকা হারা গ্রামের আয়েস উদ্দিনের ছেলে।