নাচোল কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে কৃষকদের মাঝে মাসকালাই ও সার বিতরণ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ৭শ’ কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাই, ১০ কেজি করে ৫ডিএপি ও কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে সার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার রাকিবসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আলোচনা শেষে পরে নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌর সভার সর্বমোট ৭শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন