নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও এস এস সি পরিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এই নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মু: জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু ও মোসাঃ জান্নাতুন নাঈম মুন্নি প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; নাচোল খুরশেদ আলম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ নজরুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন