নাচোল পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কর্মীসভা ও মতবিনিময়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ নাচোল পৌরসভার নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে পৌর আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় ২ নং ওয়ার্ডের গুঠাইল ঈদগাহ মাঠে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান,আওয়ামী লীগ নেতা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র ফারুক হোসেন বাবু, পৌর যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ,সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পৃথক কর্মীসভা ও মতবিনিময় সভায় ওয়ার্ডবাসীর উপস্থিতিতে বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং আগামীতে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে পৌর এলাকার উন্নয়নে সুযোগ করে দিতে সবার দোয়া চান মেয়র আব্দুর রশিদ খান।

তিনি আরো বলেন, নৌকার বিজয় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। আমার অসমাপ্ত কাজ সম্পুর্ন করতে আবারো সুযোগ দিন ইনশাআল্লাহ অবহেলিত নাচোল পৌরসভার চেহারা পরিবর্তন করে আপনাদের মডেল পৌরসভা হিসেবে উপহার দিবো।

পোস্টটি শেয়ার করুন