নিজস্ব প্রতিবেদক: র্যাব-১২’র অভিযানে নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
র্যাব সূত্র জানায়; মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ দিক নির্দেশনায় ১৯/১২/২০২২ ইং তারিখ ১৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ০৮ নং ওয়ার্ডস্থ নাটোর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মোস্তাকিম হোসেন মুন্না(৩২), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- উত্তর বড়গাছা ২। মোঃ শাহাদাৎ আলী(৩০), পিতা- মৃত সেকান্দার আলী, সাং-দক্ষীন বড়গাছা, উভয় ০৮ নং ওয়ার্ড নাটোর পৌরসভার থানা ও জেলা-নাটোর।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।