নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক রমজান
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ৮ বছর নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য বর্তমান সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসকে পুনরায় সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার ২০ ফেব্রুয়ারি শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন, সদস্য ডাঃ রোকেয়া খানম, বেগম আকতার জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস, আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সভাপতি পদ থেকে আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদ থেকে শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ তাদের প্রর্থীতা প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।