নানান কর্মসূচির মধ্য দিয়ে রাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে রাবি ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে বর্ণাঢ্য র‍্যালী টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন বিভাগের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অন্যদিকে দিবসটি উপলক্ষে ‘সীমান্তিনী’ পরিবারের উদ্যোগে দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় ডিন’স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন; সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মাহবুবা কানিজ কেয়া এবং সীমন্তিনীর এডমিন ও মডারেটর ড. ফরিদা পারভীন কেয়া।

এছাড়া এদিন বিকেল ৪:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের উদ্যোগে সঙ্গীত পরিবেশন ও নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘আমি বীরঙ্গণা বলছি’ শীর্ষক বাচিক অভিনয় পরিবেশিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা পরিষদ।

পোস্টটি শেয়ার করুন