নারীনেত্রী কেয়া রহমানের জন্মদিনে হুইলচেয়ার প্রদান,এতিমখানায় প্রীতিভোজ ও আর্থিক অনুদান দিলো টিপিবি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবিকা,নারীনেত্রী কেয়া রহমানের জন্মদিন উপলক্ষে টিপিবির পক্ষ থেকে দুটি হুইলচেয়ার পেলো দুই শারীরিক অক্ষম মোহাম্মদ ও মরিয়ম।
সেই সাথে একটি এতিমখানায়ও প্রীতিভোজ ও আর্থিক অনুদান করে টিপিবি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জন্ম থেকেই শারীরিকভাবে চলাফেরায় সম্পূর্ণ অক্ষম মোহাম্মদ (১৫)।আর মরিয়ম(২৫) ১৩ বছর বয়সে অজানা রোগে শারীরিক শক্তি হারিয়ে সম্পূর্ণ অক্ষম হয়ে যায়।

আজ সোমবার টিপিবির পক্ষ থেকে হুইলচেয়ার ২টি হস্তান্তর করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক জি.এস ও টিপিবি এর প্রতিষ্টাতা সদস্য জনাব গোলাম রাব্বানী।

পরে দুপুরে রহনপুর ষাঁড়বুরুজ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবারের আয়েজন করে টিপিবি।

হুইলচেয়ার প্রদান,প্রীতিভোজ ও আর্থিক অনুদানের সময় উপস্থিত ছিলেন টিপিবির অন্যতম দুই সদস্য,মানবিক দম্পতি, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান এবং তার সহধর্মিণী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি (প্রস্তাবিত কমিটি) কেয়া রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল,টিপিবি সদস্য মেজবা আলম।

‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে এই দুটি উন্নতমানের হুইল চেয়ার উপহার দেয়া হয় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে দোয়া করে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।

পোস্টটি শেয়ার করুন