

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স লাইলী খাতুন, মাবিয়া খাতুন, মাসুদা খাতুন, ফারজানা খাতুন, মেনেকা খাতুন।
সমাবেশে তারা বর্তমান মহাপরিচালক মাকসুরা নুরকে অপসারণ করে নার্সিং পেশায় নিয়োজিত ব্যক্তিকে মহাপরিচালক পদে পদায়নের দাবি জানান।