নাসিকের নবনির্বাচিত মেয়র আইভীকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ রবিবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় এ.এই.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন ভোটাররা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীকের প্রার্থীদের জনগণ বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।

নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিকের ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

মোট ১৯২টি কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। অন্যদিকে হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে বিজয়ী হয় নৌকা প্রতীক।

পোস্টটি শেয়ার করুন