নিজ উপজেলা বাগমারায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী জাকির হোসেন অমি তাঁর নিজ উপজেলা বাগমারায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে জাকির হোসেন অমি রাজশাহী থেকে নিজ উপজেলা বাগমারার উদ্দেশ্য রওনা দিলে যাত্রাপথে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। পরে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বাগমারায় উপস্থিত হলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে গ্রহণ করেন।

পরে সন্ধ্যায় বাগমারার ভবানী গঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি তার অনূভুতি প্রকাশে বলেন; ‘ আমি আপনাদের সন্তান, এই অর্জন আপনাদের। আমি যাতে সফল ভাবে দায়িত্ব পালন করতে সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। ‘

উল্লেখ্যঃ রাজশাহী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের কৃতি সন্তান। সে রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস ২৭ ব্যাচের শিক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন