নিজ পৌরসভায় জনগণের ভালোবাসায় সিক্ত রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুনু

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

বিশেষ প্রতিনিধিঃরাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তার নিজ এলাকা রাজশাহী নওহাটা পৌরসভায় সর্ব স্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

নওহাটা পৌরসভার ৪ বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র গফুর সরকারের ছেলে ফয়সাল আহমেদ রুনু প্রতিদিনই পৌরসভার বিভিন্ন মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের খোঁজ খবর ও দোয়া কামনা করতে ছুটে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় আজ ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল থেকে নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের সোনার পাড়া,নামোপাড়া,চালকিপাড়া,পাইকপাড়া,দেওয়ানপাড়া,
চন্দ্রপুকুর,শিয়ালবেড় এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও নিজের জন্য দোয়া চান।

এসময় প্রবীণ ব্যক্তিরা রুনুকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়।

মরহুম জননেতা গফুর সরকারের ছেলেকে নিজেদের ছেলে মনে করেন বলে জানান প্রবীণ কয়েকজন ব্যক্তি।
ভদ্র বিনয়ী শিক্ষিত মেয়র হিসেবে নওহাটা র জনগণ মরহুম গফুর সরকারের স্থানে রুনুকে চাইছে।

ফয়সাল আহমেদ রুনু বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বাবার অসমাপ্ত কাজ পূরণ করবো।নওহাটা পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলে নাগরকি সকল সুবিধা নিশ্চিত করা হবে।আমি মেয়র প্রার্থী একারণে নয়, আমি আপনাদের সন্তান হিসেবে আজীবন সুখ দুঃখে পাশে থাকবো। এ সময় তিনি জনগণের কাছে দোয়া চান।

উল্লেখ্য, ফয়সাল আহমেদ রুনুর বাবা মরহুম আব্দুল গফুর সরকার অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র ও কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা ছিলেন।তাঁর ছেলে ও শিক্ষিত তরুণ নেতা হিসেবে রুনুকে কাছে পেয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যায়।

পোস্টটি শেয়ার করুন