নিম্ন আয়ের মানুষের জন্য চাঁপাইনবাবগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সারাদেশে ২০ মার্চ থেকে ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য বিক্রয় শুরু হয়েছে। দেশব্যাপী এই পণ্য বিক্রয় কর্মসূচি হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও উদ্বোধন করা হয়েছে।
রবিবার চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাজহার আলী প্রাং, জেলা সমাজসেবা কর্মকর্তা উম্মে কুলসুম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার ইসরাত জাহান।
উল্লেখ্য; জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় প্রথমধাপে ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্ন আয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। ২১০টি স্থানে ৩১ জন ডিলারের মাধ্যমে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি করে তেল বিক্রি করা হবে।
শুক্রবার (১৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এই তথ্য জানান।