নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নাহিদ শিকদার মনোনীত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আজ সকাল দশটায় চাঁপাই নবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা প্রদান করে।
জেলার প্রবেশদ্বারে নাহিদ শিকদার কে স্বাগতম জানিয়ে শতশত নেতাকর্মী মোটরসাইকেল যোগে শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করে।
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন।
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কলেজ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বর জাতিরপিতা র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হোদা অলক,জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বরজাহান আলী,জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মিনার আহমেদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনিরুজ্জামান টিয়া,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, জাহিদ হাসান পরশ,মামুনুর রশীদ মামুন, কাওসার আলী,আইউব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী,শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ জেলা, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি -সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের সভাপাতি আরিফুর রেজা ইমন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মনোনীত হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে তাকে অব্যহতি দেয়া হয়েছে এবং সহ সভাপতি নাহিদ শিকদারকে জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।