নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন রাবি ছাত্রলীগের সাবেক নেতা আরিফুজ্জামান রনি


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রকোনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি।
সোমবার রাতে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি হিসেবে আরিফুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক হিসেবে আরেফিন কায়সার শুভ মনোনীত করে প্রেস বিজ্ঞপ্তি দেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটির এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সুপরিচিত ও জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। ছাত্রদল-ছাত্রশিবিরের হাতে তিনি নির্যাতিত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সংগঠনের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এলএলএম ও এমএলএম সম্পন্ন করে আইন পেশায় নিয়োজিত হন।
অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এরআগে, গত শনিবার দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন। প্রায় সাত বছর পর হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতারা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নেতাদের বক্তব্য শোনেন। সেখানে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন নেতা আগ্রহ প্রকাশ করেন। পরে প্রার্থীদের মধ্য থেকে একজনকে সভাপতি ও একজনকে সাধারণ সম্পাদক হিসেবে সমঝোতার মধ্যে নির্বাচিত করে আসতে বলা হয়। এ জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু মতানৈক্যের কারণে তা আর হয়নি। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন, পরবর্তী সময়ে কমিটি নির্বাচন করা হবে।