

ট্রিবিউন ডেস্ক: বন্ধুপ্রতিম দুটি দেশ বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে চলচ্চিত্র, সংগীত ও বিভিন্ন ওটিটি প্লাটফর্মে প্রচারের জন্য প্রাথমিক উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো শিল্পী বাছাই অডিশন রাউন্ড।
উক্ত অডিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য, বরেন্দ্র চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক নির্মাতা জীবন শাহাদাৎ এবং নেপালের পক্ষে প্রতিনিধিত্ব করেন নেপালের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরষ্কার অর্জন করা পরিচালক মোহন রায়।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের অডিশন রাউন্ডে অভিজ্ঞতা প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন: যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা গর্বের, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেপালের শিল্পীদের সাথে কথোপকথন সহজ করার জন্য ইংরেজি, হিন্দি, নেপোলি ও বাংলা ভাষায় বিভিন্ন বাক্য ও শব্দ ব্যাবহার করতে হয়েছে যা অন্যরকম এক অভিজ্ঞতা। আর বাংলাদেশ সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও জানা দেখে ভালো লেগেছে। একপর্যায়ে একজন শিল্পী রবীন্দ্র সংগীত গেয়ে শুনিয়েছে।” নেপালের নির্মাতা মোহন রায় সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র প্রদর্শনীর অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের মানুষের আতিথ্য পেয়ে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।
অডিশন পরবর্তী মধ্যাহ্ন ভোজ অংশে উপস্থিত ছিলেন; নেপাল ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক জনক দীপ পুরজালি, নেপালের জনপ্রিয় অভিনেত্রী উষা রাজাক, সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক সমিপ্যা তিমালাসেনা, মডেল সারাহ্ কৈরালা।
জীবন শাহাদাৎ এর সাথে সঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন সাংস্কৃমনা ব্যাক্তিত্ব আশিক জামান শাওন।
খুব শীঘ্রই দু-দেশের সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ শুরু করার প্রত্যয় নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন দুই দেশের দুই নির্মাতা।