

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপের পৌরসভার নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান কে বিজয়ী করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা,আওয়ামী লীগ নেতা শামীম, নাচোল পৌরসভার প্যানেল মেয়র ফারুক আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামী ২৮ ফেব্রুয়ারী নাচোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান মনোনীত হয়েছেন।