নৌকার পক্ষে জনমত গড়ে তুলতে জনগণের দ্বারে দ্বারে ছুটছেন মুক্তি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

বিশেষ প্রতিনিধি: আসন্ন চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভা নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আকবর (মুক্তি) পৌর এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।

আজ ৩১ অক্টোবর শনিবার বিকেলে পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবুরঘোন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।

স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহল্লায় মহল্লায় নৌকার পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

গণসংযোগ কালে তিনি বলেন, আমি আপনাদের সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।।এবারের নির্বাচনে আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আকবর মুক্তি রহনপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ।

তাঁর বাবা মরহুম খালেদ আলী মিঞা ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের এমএনএ ও ১৯৭৩ সালে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

পোস্টটি শেয়ার করুন