নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মতি খান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান মতি প্রতিনিয়ত গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন।

আজ ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৮ নং ওয়ার্ড চিনিয়াতলা,বহিপাড়া ও ডাইংপাড়া মোড়ে ব্যবসায়ী বৃন্দ ও জনসাধারনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন তিনি।

তিনি এসময় আগামী রহনপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান এবং জননেত্রী শেখ হাসিনার দোয়া কামনা করেন।

মতবিনিময় ও গণসংযোগ কালে তিনি বলেন,রহনপুর পৌরসভার উন্নয়নের স্বার্থে আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে যুক্ত হতে রহনপুরের জনগণকেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।

গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন