

আবু সাঈদ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জন্য একটি কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা-পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন মাদরাসাটির মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ।
এ সময় দেবীগঞ্জ হিজড়া সঙ্ঘের সভাপতি শিউলি আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, হাফেজ মাওলানা মাহমুদুল আলম, মুফতি মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহ রাশেদুল হক, দেবীগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা মুসলিম উদ্দিনসহ স্থানীয় আলেমরা।
শনিবার ছবক দেয়ার মাধ্যমে এই কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এ সময় শিউলি আক্তার সুরাইয়া আক্তার, রুবি, সোহাগি, রিনা, রিমঝিম নামে উপজেলার সাতজন হিজড়া সদস্যকে কুরআন শিক্ষার প্রথম ধাপ কায়দা হাতে দেয়া হয়। দেবীগঞ্জ উপজেলায় মোট ১৫ জন হিজড়ার মাঝে সাতজন ছবক নিলো, বাকি আটজনও এই কুরআন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে।
ছবক নেয়ার পর অনুভূতি জানাতে গিয়ে হিজড়া সদস্যরা জানান, কুরআন শিক্ষা শুরু করে তারা খুশি। জেলার বাকি হিজড়াদের এই মাদরাসায় ভর্তি করে তারা সবাই কুরআন শিক্ষায় শিক্ষিত হবেন।