রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক পঞ্চগড় জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন, কল্যাণ সভা ও মতবিনিময় সভা
আবু সাঈদ, পঞ্চগড়ঃ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর কর্তৃক পঞ্চগড় জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন এবং জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পঞ্চগড় জেলার পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন, বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।
কল্যাণ সভা শুরুর আগে পঞ্চগড় জেলার পুলিশ সুপার ডিআইজি রংপুর রেঞ্জকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে পঞ্চগড় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি রংপুর রেঞ্জ সালাম প্রদান করেন।
পরে দুপুর ১২:০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
উক্ত বিশেষ কল্যান সভায় ডিআইজি রংপুর রেঞ্জ উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূল প্রস্তাব আহ্বান করেন, কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করেন এবং সকল অফিসার ও ফোর্সগনের সাথে কুশল বিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পিপিএম।
উক্ত বিশেষ কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার, মোঃ হাবিবুল ইসলাম, সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ বেলায়েত আলীসহ পঞ্চগড় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সগণ।
বিশেষ কল্যাণ সভা শেষে পঞ্চগড় পুলিশ অফিস সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক হতে উর্দ্ধতন সকল কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিয়ম সভা শেষে পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ ,রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়।