পঞ্চগড়ে নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: পঞ্চগড়ে বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম/মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত/শান্তি কামনা করেন এবং তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে এবং ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন