আবু সাঈদ, পঞ্চগড়ঃ পঞ্চগড় পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পিপিএম।
রোববার রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ, আনসার ও পুজা কমিটির স্বেচ্ছা সেবক দলকে সতর্কতার সহিত ডিউটি করার জন্য নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার, মোঃ মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, পিপিএম ও বিপেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড়।