আবু সাঈদ, জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তান যারা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২২” প্রদান করেন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বেলা পৌনে বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম এতে সভাপতিত্ব করেন।
এ সময় পুলিশ সুপার কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার প্রদান করেন।
পুলিশ সুপার শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানান এবং আগামীতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরিবার তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সময় আরো উপস্থিত ছিলেন; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লাইলা, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ কৃতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের অবিভাবকবৃন্দ।