আবু সাঈদ পঞ্চগড় জেলা থেকেঃ “কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারো পঞ্চগড় জেলা পুলিশ কর্তৃক পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার ২৯ অক্টোবর অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার, পঞ্চগড় এস, এম, সিরাজুল হুদা পিপিএম। উদ্বোধন শেষ একটি বর্ণাঢ্য র্যালি পুলিশ লাইন্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুলিশ লাইন্সে এসে শেষ হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম এর সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন হাসানুর রশিদ বাবু অধ্যাপক (অব:)অর্থনীতি বিভাগ।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ সিপিও হিসেবে দেবীগঞ্জ থানার এসআই(নিঃ) এস. এম. হাফিজ হায়দার এবং শ্রেষ্ঠ সিপিএম হিসেবে মোঃ জুলফিকার আলীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ পত্র এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পুলিশ সুপার।