পঞ্চগড় দেবীগঞ্জে বন্যপ্রাণী টক্কর সহ পুলিশের হাতে গ্রেপ্তার সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্য
আবু সাঈদ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি তক্ষক(টক্কর) জাতীয় বন্যপ্রাণীসহ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়; বিশেষ ডিউটি চলাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানা যায় প্রায় ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র খাগড়াছড়ি পার্বত্য এলাকা হইতে ০১(এক) টি তক্ষক(টক্কর) জাতীয় বন্যপ্রাণী অসৎ উদ্দেশ্যে সংগ্রহ করিয়া পঞ্চগড় এলাকায় আনিয়া দীর্ঘদিন যাবৎ উক্ত তক্ষক(টক্কর) দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতাইয়া লয় এবং তক্ষক(টক্কর) টি বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ১৪/১৫ জন ব্যক্তি তক্ষক(টক্কর) টি সাথে লইয়া কালীগঞ্জ বাজার সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে মিটিং করছে। এটা জানার পর তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবীগঞ্জ থানা তদন্ত অফিসার রনজু আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থল দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রের সদস্যরা পালানোর সময় ০৪ জন কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সদস্যরা: ১। মোঃ আমজাদ হোসেন(৩৮), পিতা- মোঃ আব্দুল বাসেত, গ্রাম- দন্ডপাল রাজারহাট, ইউপি- ৮ নং দন্ডপাল, দেবিগঞ্জ -পঞ্চগড় ২। মোঃ রেজাউল করিম(৪০), পিতা- মৃত লালু মিয়া, গ্রাম- পূর্ব শুকানপুকুরী, ঠাকুরগাঁও ৩। দেবারু রায়(৩৬), পিতা- সমরু রায়, গ্রাম- বজেশ্বরী (মনিপাড়া), ইউপি- বড় শশী, বোদা- পঞ্চগড় ৪। মোঃ রফিকুল ইসলাম(৪০), পিতা- মোঃ আফাজ উদ্দিন, গ্রাম- বৈরাতী সেনপাড়া, ইউপি- পাঁচপীর, বোদা- পঞ্চগড়। পরে আজ শনিবার সকালে ৫। মোঃ হাসান (৩২) কে দেবীগঞ্জ পৌরসভাস্থ পরিমল দে মার্কেট এর সামনে হইতে আটক করে।
আসামীদের দেহ তল্লাশীকালে ১নং আসামী মোঃ রেজাউল করিম এর ডান হাতে থাকা ০১টি হালকা আকাশী রংয়ের ছোট ছোট ফুটা করানো মাঝারী সাইজের শপিং ব্যাগের ভিতরে থাকা কালো, খাকি ও মেরুন রংয়ের চক্রাবক্রা রংয়ের ০১ (এক) টি বণ্যপ্রাণী তক্ষক(টক্কর) উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা জিজ্ঞাসাবাদে তক্ষক(টক্কর) টি বিদেশে পাচারের জন্য উক্ত স্থানে মিলিত হয় বলে জানায়।
এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।