পদ্মা সাধারণ গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এর উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মহানগরীর তালাইমারিতে অবস্থিত পদ্মা সাধারণ গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেল ৪টায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এর করেন তিনি উদ্বোধনের পর ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ ঘুরে দেখেন সিটি মেয়র।

এ সময় পদ্মা সাধারণ গ্রন্থাগারে সভাপতি আলহাজ¦ মোঃ হাসেন আলী, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন