পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা
ট্রিবিউন ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে উপজেলার রহনপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক তত্ত্বাবধানে ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা ডাকবাংলো থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো তে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কানক।
সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম বুলবুল।