পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভোলাহাটে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ভোলাহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক তত্ত্বাবধানে ও ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ্, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইফতেখারুল ইসলাম সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন