পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫ বগি চট্টগ্রাম বন্দরে

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

ট্রিবিউন ডেস্ক: পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলা শুরু করবে আগামী বছরের জুন মাসে। উদ্বোধন করা হবে ‘পদ্মা সেতু রেল লিংক প্রকল্প’। চীন থেকে প্রথম চালানে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১৫টি বগি। অল্প সময়ের মধ্যে আরও বগি আসবে।

যশোর পর্যন্ত যে রেললাইন স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে তারমধ্যে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ‘টয়ো ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজে ১৫টি বগি গত শনিবার বন্দরে এসে পৌঁছায়।

রবিবার বগিগুলো খালাস করে বন্দরের ১২ নম্বর জেটিতে রাখা হয়। এরপর রেল কর্তৃপক্ষ এগুলো ডেলিভারি নিতে শুরু করেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর মো. এয়াসিন উল্ল্যাহ জানান, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া এসব রেল-কোচ রাখা হয়েছে চট্টগ্রাম হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)। সেখান থেকে ডামি ট্রলিতে যুক্ত হয়ে সেগুলো নিয়ে যাওয়া হবে ঢাকার টঙ্গীতে।

তিনি বলেন, ‘সিজিপিওয়াই ইয়ার্ডে পদ্মা সেতুর ওপর চলাচলের জন্য আনা কোচগুলো রাখা হয়েছে। আরএনবির সদস্যরা পালাক্রমে সেগুলো পাহারা দিয়ে যাচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন