নানা নাটকেের পর পদ্মা সেতু হবে নিজস্ব অর্থায়নে, রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারিগরি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডঃ জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে অত্যন্ত মেধাসম্পন্ন একদল দেশীয় প্রকৌশলী।
জাতির এই মেধাবী সন্তানদের গত ২০ অগাষ্ট ২০২২ শনিবার সংবর্ধিত করলো বুয়েট এ্যালামনাই বুয়েটের ডঃ জামিলুর রেজা চৌধুরী ভবনে। অত্যন্ত জটিল এই কারিগরি সমস্যার সমাধান নিয়ে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য ডঃ সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য ডঃ আব্দুল জব্বার খাঁন।
বুয়েট এ্যালামনাই’র সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডঃ আইনুন নিশাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রযুক্তি বিষয়ক আলোচনায় স্বাগত বক্তব্য দেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (DSW) বুয়েট এ্যালামনাই’র কোষাধ্যক্ষ ডঃ মিজানুুর রহমান রফিক ও মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন।
প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সন্ঞ্চালনায় বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ডঃ শামীম জেট বসুনিয়া, সদস্য ডঃ আইনুন নিশাদ, ডঃ এম ফিরোজ আহমেদ, ডঃ হোসাইন মোঃ শাহিন, ডঃ খান মাহমুদ আমানত প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। সুদূর আমেরিকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হন ডঃ প্রকৌশলী মোঃ আউয়াল।
দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। জাতির এই মেধাবী সন্তানদের সংবর্ধিত করে তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অত্যন্ত মেধাবী জাতীয় অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী, ডঃ এস এম শফিউল্লাহ এবং প্রফেসর ডঃ আলমগির মজিবুুল হকের অবদানকেও স্মরণ করা হয়। এই তিন বুয়েটিয়ান যোদ্ধাকে মরণোত্তর সম্মানিত করা হয়। উপস্থিত সবাই তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
সর্বোপরি বুয়েট তার গর্বিত সন্তানদের অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে পদ্মা সেতুর মত আরো বড়ো বড়ো স্হাপনা তৈরিতে এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানায়। দেশ গঠনে বুয়েট এ্যালামনাসদের এই অবদান তরুণ এ্যালামনাসদের অনুপ্রাণিত করবে।
জয়তু দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বু য়ে ট ।
ইঞ্জিনিয়ার মাহতাবউদ্দিন
ধানমন্ডি, ঢাকা।
২৩ অগাস্ট ২০২২