

ট্রিবিউন ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর ও ওপেন লাইন শাখা, রাজশাহীর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর ম্যাঙ্গো রিসোর্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি ওয়ালী খান, জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আলী, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।