পবিত্র শবে বরাতে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের ব্যতিক্রমধর্মী আয়োজন
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতির জন্য এক ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। এদিন রাতে তার নিজ কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে প্রত্যক হুজুরদের মাঝে পবিত্র জায়নামাজ ও টুপি প্রদান করা হয়।
১৮ মার্চ বাদ এশা রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড়ে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও কোরআন তেলওয়াত পরিচালনা করেন দরগা মাদ্রাসা শিক্ষক আব্দুল কাইয়ুম ও ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা শরিফুল ইসলাম। এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনকে আরো সমৃদ্ধ করে।
রকি কুমার ঘোষের এমন আয়োজন এই আয়োজন এই প্রথম নয়, পূর্বেও তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়েছেন। অন্য ধর্মাবলম্বী হওয়া শর্তেও তিনি মুসলমান ধর্মকে যে সম্মান প্রদর্শন করেছেন যেমন প্রশংসার দাবিদার তেমনি অসাম্প্রদায়িক বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ বলেন, আমার কাছে সকল ধর্মই সমান। সকল ধর্মই সম্মানের। আমি প্রতিটি ধর্মের মানুষকে ভালবাসি। ধর্ম যার যার উৎসব সবার এই মতে বিশ্বাস করি। তাই আজ এই পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে ভাল লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পবিত্র শবে বরাতের এই রকম আয়োজনের ধারাবাহিকতা প্রতি বছর ধরে রাখতে পারি বলেও জানান তিনি।
পবিত্র শবে বরাতের রাতে এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সহ-সভাপতি মিলন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিদুৎ, উপ-প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা মুক্তাদির আলী মাসুদ, জয় সরকার, শহিদুল ইসলাম রিপন, শাকিল, বাপন, রাব্বুল, প্রমুখ।