পরীক্ষার আগে আবাসিক হল খোলার দাবিতে রাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু হওয়ার আগে স্বাস্থবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান সাথে দেখা করে এই স্মারকলিপি দেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

স্মারকলিপিতে ছাত্রলীগ জানায়, সেশনজট নিরসন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়া জরুরি। কিন্তু শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত একপাক্ষিক ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীত, যা করোনাভাইরাস মহামারি সংকটকালে অভিভাবকের ন্যায় আচরণ নয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা ও অধিকারের আলোকে হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানায় ছাত্রলীগ।

স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, রাবি ছাত্রলীগ নেতা রাতুল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন