

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের জেলা পাঞ্জগুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা করেছে। এতে অন্তত ৮ সেনা নিহত ও আহত হয়েছেন পাঁচজন।
দেশটির সামরিক সূত্রে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরে গিচাক এলাকায় তিনটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে সামরিক বাহিনী। এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
পোস্টটি শেয়ার করুন