

ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্যটক শহর মুরিতে ভারী তুষারপাতে সড়কে গাড়ির মধ্যে আটকে পড়ে ১০ জন শিশুসহ ২১ জন মারা গেছেন। ঠাণ্ডায় জমে অন্তত ছয়জন মানুষ গাড়ির মধ্যে মারা গেছেন।বাকিরা ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন এমন সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
-বিবিসি
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য, তার স্ত্রী এবং তাদের ছয় সন্তান এবং আরেকটি পরিবারের পাঁচজনের সদস্য রয়েছেন।
শীতকালীন তুষারপাত দেখতে আসা কয়েকদিনে এক লাখেরও বেশি পর্যটকের আগমনে সেখানকার সড়কে প্রায় এক হাজারের মত যানবাহন আটকা পড়ে। বিভিন্ন গণমাধ্যমে ছবিতে দেখা যায়, আটকা পড়া গাড়িগুলোর একটির বাম্পারের সাথে আরেকটির বাম্পার ঠেকে আছে, তাদের ছাদে তুষারের পুরু স্তর জমে আছে।
শনিবার ভারী তুষারপাত এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অঞ্চলটিকে একটি দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করতে বাধ্য হন।
এই মর্মান্তিক ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
খবর: বিবিসি বাংলা