

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। ৫ বন্ধু একসাথে নদীতে গোসল করতে গিয়ে তিনজন বেঁচে গেলেও বাকি দুজন মারা যায়।
মৃতরা হচ্ছে, ছত্রাজিতপুর-খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে নাঈমা খাতুন (১১)।
ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরীদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২ টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে। আর সন্ধ্যা ৭ টার দিকে অপরজনের লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী দুজন কে উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট দুই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দুই শিক্ষার্থীর মৃত্যুতে ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।