

ট্রিবিউন ডেস্কঃ পাবনা জেলার সাঁথিয়ায় র্যাবের অভিযানে ওয়ান শুটার গান অস্ত্রসহ কাওছার হোসেন(২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী কাওছার হোসেন পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা দক্ষিণ পাড়া গ্রামের মৃত হাসমত মুসুল্লীর ছেলে।
র্যাব-১২ জানায়, শনিবার ০৬ ফেব্রুয়ারী বিকেল ০৫.২০ মিনিটে গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল পাবনা জেলার সাঁথিয়ায় থানাধীন করমজা চতুর বাজার কাঠ পট্টিস্থ বিশ্বাস প্লাজার সামনে চতুর বাজারের প্রবেশের গলিতে অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটারগানসহ কাওছার হোসেনকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় The Arms act,1878 Gi 19-A I 19(f) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।