ট্রিবিউন ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় ক্যাম্পাসের নুর-জাহান কিচেন এ এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গনিতের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সাদিক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশফাকুর রহমান, সমাজকর্ম বিভাগের প্রভাষক ফাতেমা বেগম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাবিপ্রবি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান শ্রাবণ ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত পাবনা জেলার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী, পাবনা জেলা পুলিশের উপ-পরিদর্শক মো: আবু নাঈম, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।