

ট্রিবিউন ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় পায়রা নদীর ভাঙন রোধ ও পানির প্রবাহ নিশ্চিতে ৭৫১ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে প্রকল্পের কাজ উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বরগুনার আমতলী উপজেলার পাশ দিয়ে বয়ে চলা পায়রা নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন, আমতলী পৌর শহর রক্ষাবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা দূর করে পানির প্রবাহ নিশ্চিত করতে আমতলী উপজেলার চাওড়া খাল খনন, কচুরিপানা পরিষ্কার ও স্লুইসগেট নির্মাণ করা হবে এ প্রকল্পের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এখনও আমতলীর কথা সর্বত্র বলে বেড়ান। তার সুদৃষ্টি থাকার কারণে আমতলী উপজেলায় এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। বর্তমান সরকার সবসময় জনগণের পাশে ছিল। এ সরকারের দৃষ্টি সবসময়ই দক্ষিণাঞ্চলের দিকে। আরও একবার তার অনন্য নজির স্থাপন হলো এ প্রকল্পের মধ্য দিয়ে।
পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমান বলেন, আমতলী উপজেলার পাশাপাশি আমতলী পৌর শহরকে রক্ষার জন্য এই প্রকল্পের বিকল্প নেই। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও বর্তমান সরকার অনেক বড় একটি প্রকল্প হাতে নিয়েছে আমতলীবাসীকে রক্ষার জন্য। আমরা চেষ্টা করব যথাযথ জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে এই প্রকল্পের কাজ শেষ করতে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে আমতলীবাসী যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি পানির প্রবাহ নিশ্চিতের মাধ্যমে এই উপজেলার কৃষকরা উপকৃত হবেন।
পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন আমতলী পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব ও আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধাসহ অনেকে।